শুনানির শুরুতে এককথা বলেও SIR নিয়ে আধারকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট

নতুন সংযোজন হল আধার কার্ড।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
masked-aadhar-card-142514447-16x9_0

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারে ভোটার সমীক্ষার বিশেষ ও নিবিড় পরিমার্জন শেষে এবার গোটা দেশেই সেই প্রক্রিয়া চালু হতে চলেছে। আর তার আগেই নির্বাচন কমিশনের জন্য স্পষ্ট নীতিমালা তৈরি করে দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্দেশ দেয়, ভোটার সমীক্ষার জন্য এবার থেকে ১১ নয়, ১২টি নথি গ্রহণ করতে হবে। নতুন সংযোজন হল আধার কার্ড।

শুনানি চলাকালীন ফের উঠল আধার ইস্যু। এর আগেও কমিশনকে আধারকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছিল আদালত। বাদ পড়া ভোটারদের নতুন করে অন্তর্ভুক্ত করতেও আধারকে কাজে লাগাতে বলেছিল শীর্ষ আদালত। এবার সেই পরামর্শই পরিণত হল নির্দেশে।

Supreme court

তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তবে জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪) ধারা অনুযায়ী, এটি একটি বৈধ পরিচয়পত্র। তাই ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষার সময় আধার কার্ডকে ১২ নম্বর নথি হিসেবে স্বীকৃতি দিতে হবে।

পাশাপাশি, আদালতের নির্দেশকমিশনের কর্মীরা মাঠপর্যায়ে সমীক্ষার সময় আধার কার্ড গ্রহণ করার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করবেন।

ফলে, ভোটার তালিকার পুনর্গঠন ও সমীক্ষা আরও কঠোরভাবে স্বচ্ছ হতে চলেছে, বলেই মনে করছে কমিশন ও আইন বিশেষজ্ঞ মহল।