Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/xsaeB3gU4C2DTOJJAgB2.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ একেবারে তারার হাট। দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী সিনেমা হলে তিল ধারণের জায়গা নেই। কারণ একটাই, বিরসা দাশগুপ্ত পরিচালিত দেব ও রুক্মিণী অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' মুক্তি পেয়েছে। হাজির ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো মুখ। আর সিনেমা হলের সামনে জড়ো হয়েছিলেন হাজার হাজার উৎসুক জনতা। সিনেমা কেমন লেগেছে দর্শকদের তা বুঝতে অপেক্ষা করতে হবে সপ্তাহান্তের। কিন্তু তার আগে দর্শকদের কাছে একটি অনুরোধ করলেন দেব। দেব বলেন, "সবার কাছে একান্ত অনুরোধ, যারা ছবিটি দেখতে যাচ্ছেন, তাঁরা ছবির কোনও অংশ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না। সিনেমার ম্যাজিক সেক্ষেত্রে হারিয়ে যায়।"