New Update
/anm-bengali/media/media_files/QcpG6IyxYfvV5nG2nxAX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুদানে লাগাতার চলছে সংঘর্ষ। এবার এই সংঘর্ষ নিয়ে সরব হল জাতিসংঘ। বুধবার জাতিসংঘ বলে, যুদ্ধ বিধ্বস্ত সুদানের বাসিন্দাদের সহায়তা করার জন্য ৩.০৩ বিলিয়ন ডলার প্রয়োজন। খুব শীঘ্রই জাতিসংঘের তরফ থেকে সুদানের প্রশাসনের হাতে এই অর্থ তুলে দেওয়া হবে। উল্লেখ্য, সুদানে ভয়াবহ সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। অন্যদিকে সুদানে ভয়াবহ সংঘাত নিয়ে বেশ চিন্তায় পড়েছে গোটা বিশ্ব।
#BREAKING More than $3 billion needed for aid in Sudan, Sudanese refugees: UN pic.twitter.com/TRBNWyrtKg
— AFP News Agency (@AFP) May 17, 2023