New Update
/anm-bengali/media/media_files/JO5ajx4DOn4tpywtZBNd.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত'-এর ১০০তম পর্ব বিশ্বব্যাপী সম্প্রচারিত হতে চলেছে রবিবার। সেই উপলক্ষ্যে গেটওয়ে অফ ইন্ডিয়াতে লাইট অ্যান্ড সাউন্ড শো আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' প্রতি মাসের শেষ রবিবার আয়োজিত হয়। এই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন এবং দেশের সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে বক্তব্য রাখেন। জানা গেছে , 'মন কি বাতের' ১০০ তম পর্বটি জাতিসংঘেও সম্প্রচারিত হবে। উল্লেখ্য, আগামীকাল এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।
#WATCH| Mumbai, Maharashtra: Light & sound show organised at Gateway of India ahead of 100th episode of #MannKiBaatpic.twitter.com/U4fSDbOAAi
— ANI (@ANI) April 29, 2023