/anm-bengali/media/media_files/sUAheuzLIMLbSiZTurKD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার সিডনিতে এক কমিউনিটি ইভেন্টে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন,' ২০১৪ সালে যখন আমি এখানে এসেছিলাম, তখন আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য আপনাদের ২৮ বছর অপেক্ষা করতে হবে না। আমি আজ আবারও সিডনিতে এসেছি। ' উল্লেখ্য, প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার সফরের দিকে তাকিয়ে আছে গোটা ভারতবাসী।
#WATCH | At the community event in Sydney, Australia, Prime Minister Narendra Modi says, "When I came here in 2014, I made a promise to you that you will not have to wait for 28 years for an Indian Prime Minister. So, here I am in Sydney once again." pic.twitter.com/S7SGr6MCw9
— ANI (@ANI) May 23, 2023