New Update
/anm-bengali/media/media_files/0wQoNMzd7JkGgFPssxbY.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে লাগাতার হেলিকপ্টার দুর্ঘটনার হওয়ায় এবার পথে নামলো প্রশাসন। পার্বত্য এলাকায় চলাচলের নিরাপত্তার কথা মাথায় রেখে চলতি বছর থেকে চার ধাম যাত্রার সময় ১০,০০০ ফুট উচ্চতায় হেলিপ্যাডে চলাচলকারী পাইলটদের জন্য অতিরিক্ত হিল চেক চালু করেছে ডিজিসিএ। এক কর্মকর্তা জানিয়েছেন , সুরক্ষা ব্যবস্থার অধীনে হিমালয় অঞ্চলে কর্মরত পাইলটরা ডিজিসিএ দ্বারা প্রবর্তিত নতুন নিয়মের অধীনে বিশেষ প্রশিক্ষণ পাবেন। উল্লেখ্য , গত ২০২২ সালের অক্টোবরে উত্তরাখণ্ডের কেদারনাথ যাওয়ার সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় জন তীর্থযাত্রী এবং একজন পাইলট নিহত হন।
DGCA issues stringent guidelines for chopper pilots operating in Himalayas
— ANI Digital (@ani_digital) May 30, 2023
Read @ANI Story | https://t.co/wfH0maZPfm#DGCA#Himalaya#chopperspic.twitter.com/IVXGaOfz9U