ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে ন্যাটো ! সামনে এল চমকপ্রদ তথ্য

কি বললেন ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : এবার ইউক্রেনকে অস্ত্র সাহায্যের বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন ন্যাটো সামরিক কমিটির চেয়ারম্যান অ্যাডমিরাল গিউসেপ কাভো ড্রাগোন। তিনি জানিয়েছন যে,''২০২৪ সালে ন্যাটো দেশগুলি ইউক্রেনকে মোট ৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করেছে। তাছাড়া এই বছরের শুধুমাত্র জানুয়ারি মাসেই ইউক্রেন ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে ৩৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়েছে।''

Nato

এরপরেই অ্যাডমিরাল ড্রাগোন আরও বলেন, ''ভবিষ্যতে ইউক্রেনের প্রতি সমর্থন আরও বাড়ানো হবে।'' তবে, একই সাথে তিনি জোর দিয়ে বলেন যে,''ন্যাটো ইউক্রেনে কখনোই সরাসরি সৈন্য মোতায়েনের কথা বিবেচনা করছে না।''