New Update
/anm-bengali/media/post_banners/sApIkuz6UhGu5Z5nTKjL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্টে নিযুক্ত নতুন পাঁচ বিচারক সোমবার শপথ নিলেন। এদিন ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওই পাঁচ বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। ওই পাঁচ জনের তালিকায় রয়েছেন বিচারপতি পঙ্কজ মিথাল, বিচারপতি সঞ্জয় করোল, বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি মনোজ মিশ্র।