ভারত ও ইরান চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা করেছে

author-image
Harmeet
New Update
ভারত ও ইরান চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা করেছে

নিজস্ব সংবাদদাতাঃ ভারত ও ইরান চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা করেছে এবং আফগানিস্তান সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতামত বিনিময় করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে লিখেছেন, 'বিদেশ সচিব বিনয়  মোহন কোয়াত্রা এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানির নেতৃত্বে ভারত ও ইরান আজ বিদেশ দফতরের আলোচনা করেছে। উভয় পক্ষই চাবাহার বন্দরের উন্নয়ন সহ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এছাড়াও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।' পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি।