১০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ কেষ্টর বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
১০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ কেষ্টর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলসে তদন্ত করতে যায় সিবিআই-এর একটি দল। যদিও অভিযোগ, তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এবার এই নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল। এই মিলের ভিতরে মিলেছে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়ি। এরই মাঝে অনুব্রতর বিরুদ্ধে উঠল আরও বিস্ফোরক তথ্য। 

 ​





অরূপ ভট্টাচার্য নামের সিউড়ির এক গাড়ি ব্যবসায়ী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ''টেন্ডার পাইয়ে দিতে ১০ কোটি টাকা দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল। ৫ কোটি ৬৩ লক্ষ দিয়েও টেন্ডার পাইনি। অনুব্রত নিজে নিয়েছিলেন দেড় কোটি টাকা। বাকি টাকা দিয়েছি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের হাতে। ঠিকাদারির বরাত পেতেই অনুব্রতকে গাড়ি দিয়েছিলাম। পঞ্চায়েত ভোটের সময়ে আড়াই কোটি টাকা দিয়েছিলাম।''