দলের নির্দেশেই সংসদে কাগজ ছিঁড়েছে তৃণমূল সাংসদ, স্পষ্ট দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত চিন ! রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হঠাৎ করেই নয়া মোড়
বিজেপির সাথে কোনও সম্পর্ক কি আদৌ আছে দিলীপের ? বড় প্রশ্ন তুলে দিলেন কুনাল ঘোষ
‘সমস্যা থাকলে ভারতের পণ্য কিনবেন না’, আমেরিকাকে কড়া বার্তা ভারতের
‘মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু উনি ঠিক কথা বলছেন!’
গতিবিধি ট্র্যাক করতে ব্যবহৃত হবে জিপিএস কলার ও কিউআর কোড ! পথকুকুরদের নিয়ে বড় পদক্ষেপ নিল শিমলা
সিবিআইয়ের তদন্তে কি নতুন রহস্য উন্মোচন হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে?
ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে ন্যাটো ! সামনে এল চমকপ্রদ তথ্য
নিরাপত্তার গ্যারান্টি প্রায় চূড়ান্ত পর্যায়ে ! বড় মন্তব্য করলেন জেলেনস্কি

ফ্রেন্ড হওয়ার আগে খুঁটিয়ে দেখুন প্রোফাইল

ফেসবুক ব্যবহারের উদ্দেশ্য যাই হোক না কেন, জানেন কি সতর্ক না থাকলে ঘটতে পারে মারাত্মক বিপদ? সাইবার জালিয়াতির ঘটনা যেভাবে বাড়ছে তাতে সাবধান করছে খোদ কলকাতা পুলিশ। ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন? সময় নিন।

author-image
Pallabi Sanyal
New Update
facebook

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রতিদিনই নতুন বন্ধু পাতাতে পারেন। প্ল্যাটফর্মটি একেক জন একেকভাবে ব্যবহার করে থাকেন। কারো কাছে এটি শুধুই চ্যাটিং প্ল্যাটফর্ম তো কারো কাছে আবার ক্রিয়েটিভিটি প্রদর্শনের মাধ্যম। ফেসবুক ব্যবহারের উদ্দেশ্য যাই হোক না কেন, জানেন কি সতর্ক না থাকলে ঘটতে পারে মারাত্মক বিপদ? সাইবার জালিয়াতির ঘটনা যেভাবে বাড়ছে তাতে সাবধান করছে খোদ কলকাতা পুলিশ। ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন? সময় নিন। যিনি বন্ধুত্বের অনুরোধ পাঠাচ্ছেন সবক্ষেত্রে তিনি পরিচিত ব্যক্তি হন না। তাই বিপদের সম্ভাবনা থেকেই যায়। বন্ধুত্বের অনুরোধ যার প্রোফাইল থেকে পাঠানো হয়েছে সেই ব্যক্তির প্রোফাইল ভালোভাবে খুঁটিয়ে দেখার বার্তা দেওয়া হচ্ছে পুলিশের তরফে। বিশেষত, যাদের প্রোফাইল লক করা, তাদের প্রোফাইল দেখার সুযোগ থাকে না। ফলে কোনটা ফেক প্রোফাইল তা আগে চিনতে হবে বলেই পরামর্শ দিচ্ছে পুলিশ। কলকাতা পুলিশের ফেসবুক পেজে বিশেষ একটি ছবি পোস্ট করে সকল ফেসবুক ব্যবহারকারীকে সতর্ক করে লেখা হয়েছে, ''ডিজিটাল জালিয়াতির যুগে সামাজিক মাধ্যমে অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগে খুঁটিয়ে প্রোফাইল দেখুন, 'লকড' প্রোফাইল হলে সাবধান হন, এবং 'ফেক' প্রোফাইল চিনতে শিখুন। মেসেঞ্জারে অচেনা বা অল্পদিনের চেনা কেউ অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখালে সন্দেহ করুন, কোনোরকম আর্থিক সাহায্য চাইলে এড়িয়ে যান। মনে রাখুন, এক্ষেত্রে সতর্কতাই সুরক্ষা। হাত বাড়ালেই বন্ধু অন্তত সোশ্যাল মিডিয়ায় না হওয়াই ভালো।''