এখনই আপনার ফোন থেকে সরিয়ে ফেলুন এই ১৫টি অ্যাপ, নাহলেই সব খোয়াবেন

১৫টি জাল লোন অ্যাপ চিহ্নিত করা হয়েছে।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
r

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অনলাইনে প্রতারণার ঘটনা ক্রমশই বেড়ে চলেছে দেশ জুড়ে। অনলাইনে জালিয়াতি করে লক্ষাধিক টাকা বিভিন্ন উপায় হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। প্রতারণার হার কমাতে এবার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি মাসে বহু মানুষ এই প্রতারকদের হাতে পরে সর্বস্ব হারান। প্রতারকরা লোন দেওয়ার নাম করে ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। শুধু তাইই নয়, তারা হাতিয়ে নেয় লক্ষাধিক টাকা, সম্পত্তি। এক আন্তর্জাতিক রিপোর্ট মারফত জানা গিয়েছে যে, মোট ১৫ টি জাল লোন অ্যাপকে চিহ্নিত করা হয়েছে। যেগুলিকে অবিলম্বে ব্যবহারকারীর ফোন থেকে ডিলিট করার কথা বলা হয়েছে। 

জানা গিয়েছে যে, এই অ্যাপগুলি হল, 

  1. Safe-Fast Loan, safe
  2. Quick Loan-Credit Easy
  3. Easy Baht - Quick Loan
  4. RupiahKilat-Liquid funds
  5. Borrow with pleasure – Loan
  6. Happy Money – Quick Loan
  7. My Credit - Online Money
  8. Flash Fund-Small loans
  9. Cash Loan
  10. RapidFinance
  11. ReadyForYou
  12. Huayna Money
  13. IProans: Fast
  14. GetSun-Money Fast
  15. EcoPrêt Online Loan  

Google removes 75 fake loan apps; websites too under scanner | Onmanorama

সূত্র মারফত জানা গিয়েছে যে, ইতিমধ্যে এই বিপদজনক ভুয়ো অ্যাপগুলিকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। গুগল প্লে স্টোরে প্রায় ৮০ লাখ ব্যবহারকারী আছেন বলে সূত্রের খবর। 

How can you Identify Fake Loan Apps? - Airtel