United Nations

hungry gaza.jpg
গাজাতে খাবার ও পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। রাফাহ সীমান্তে গাজার বাসিন্দাদের জন্য আসা ত্রাণ লুঠ করল ক্ষুধিতরা। গাজার স্থানীয় বাসিন্দারা খোলা আকাশের নীচে রয়েছেন। তাঁদের কাছে না আছে থাকার জায়গা আর না আছে খাবার বা পানীয় জল।