New Update
/anm-bengali/media/media_files/LVSPyW5OFTKyy2ZEQ9Ly.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ গাজায় মানবিক সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার জন্য কেরেম শালোমের সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হবে বলে ইসরায়েলের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, "এই চুক্তির দ্রুত বাস্তবায়নের ফলে সাহায্যের প্রবাহ বৃদ্ধি পাবে এবং একটি মানবিক যুদ্ধবিরতি গাজা জুড়ে এই সহায়তার বিতরণকে আরও বাড়িয়ে তুলবে।"
দুজারিক আরও বলেন, 'জাতিসংঘের মানবিক কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, গাজায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর বন্যার কারণে ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা আরও বেড়েছে।'
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us