যুদ্ধ ব্রেকিংঃ একের পর এক হামলা, ধ্বংস সব! জাতিসংঘ… নিহত শতাধিক কর্মী

ভয়াবহ যুদ্ধে লিপ্ত ইসরায়েল-হামাস।

New Update
israeli-music-festival-100923-1-27bc94038644440894eaba4a7aca818c.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় জাতিসংঘের অন্তত ১০২ জন কর্মী নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে জাতিসংঘের একটি ত্রাণ সংস্থা।

ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামলায় ইউএনআরডব্লিউএ'র এক কর্মী তার পরিবারের সদস্যসহ নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৭ জন কর্মী আহত হয়েছেন।

ইউএনআরডাব্লিউএ বলেছে, জাতিসংঘের ইতিহাসে সংঘাতে এটাই জাতিসংঘের সবচেয়ে বেশি ত্রাণকর্মী নিহতের ঘটনা। 

বিবৃতিতে বলা হয়, সোমবার বিশ্বজুড়ে জাতিসংঘের কার্যালয়গুলো তাদের পতাকা অর্ধনমিত করে এবং গাজায় নিহত তাদের সহকর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে জাতিসংঘের সব কর্মী এক মিনিট নীরবতা পালন করেন।

hire