ভ্যানের ধাক্কায় যাত্রী সমেত গাড়ি পড়ে গেল কুয়োয়! সলিল সমাধি ১০ জনের
ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল চার বছরের শিশুর! শোকে পাথর বাবা
পহেলগাঁওয়া হামলার বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী! খোলসা করলেন মন্ত্রী
পাকিস্তানের মেয়ে আসামের বধূ! এবার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
ভারতীয় হাইকমিশনের বাইরে পাকিস্তানিদের বিক্ষোভ! পাল্টা বিক্ষোভ দেখালেন প্রবাসী ভারতীয়রা
নিরাপত্তার গাফিলতি মেনে নিয়েছে সরকার! একী বলছেন কংগ্রেস নেতা
বিএসএফ নেতৃত্বে পরিবর্তন: দিল্লির দায়িত্বে রবি গান্ধী, পূর্বাঞ্চলে মহেশ আগরওয়াল
পাকিস্তানের সুরে কথা বলছেন কংগ্রেস নেতা-মন্ত্রীরা! উঠল বিস্ফোরক অভিযোগ
আমাদের জমিতে আমাদের দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে হত্যা করতে দেব না! এবার গর্জে উঠলেন আসাউদ্দিন ওয়াইসি

শুভেন্দুর আক্রমণের জবাব তৃণমূলের

শিল্প শহরে ভরা সভায় পাণ্ডবেশ্বরের বিধায়ক থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বান ছুঁড়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার বিজেপির পাল্টা সভা করে জবাব দিল শাসকদলের নেতা নেত্রীরা।

author-image
Pallabi Sanyal
New Update
েিম্

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : পাণ্ডবেশ্বর শীতলপুর দুর্গা মন্দির প্রাঙ্গণে বিজেপির পাল্টা সভা তৃণমূল। গত শুক্রবার বিজেপির তরফে এই ময়দানে একটা জনসভার আয়োজন করা হয় প্রধান বক্তা ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির সভায় রাজ্য সরকারের নিন্দার পাশাপাশি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু । তারই পাল্টা সভা করল  পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ আর অনেকে।  তৃণমূলের এদিনের এই সভায় বক্তব্য রাখার সময় সায়ন্তিকাও এক হাত নেন  শুভেন্দু অধিকারীকে । বলেন, ''ও (শুভেন্দু) হচ্ছে বেইমান, বিশ্বাসঘাতক, মীরজাফর । কোন মুসলিম মা বাবা যেমন তাদের সন্তানের নাম মীরজাফর রাখেন না, কারণ মীরজাফর ছিলেন বেইমান । তেমনি আগামী দিনে পশ্চিমবাংলায় কোন মা-বাবা তার সন্তানের নাম শুভেন্দু অধিকারী রাখবে না, কারণ ও বেইমানের প্রতীক । সায়ন্তিকা বলেন বিরোধী দলনেতার মাথা খারাপ হয়ে গেছে তাই বাজার গরম করতে ভাট বকছেন ।'' শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব দেন বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তীও।