নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার কাছারিয়া গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১০ জন। রবিবার বিকেলে দ্রুত গতির একটি গাড়ি ভ্যানকে ধাক্কা মেরে কুয়োয় পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত গতিতে আসা গাড়িটি মোড় ঘোরার সময় উলটোদিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে একটি গভীর কুয়োয়। দুর্ঘটনার ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ ভ্যানের চালক। গাড়িতে থাকা ১৩ জনের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। এখনও পর্যন্ত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর সাহস দেখিয়ে এক যুবক কুয়োয় নেমেছিলেন আহতদের বাঁচাতে। তবে বিষাক্ত গ্যাসের কারণে তাঁরও মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
উদ্ধার কাজে নেমেছে জেসিবি। কুয়ো থেকে গাড়ি তোলার চেষ্টা চলছে। পরিস্থিতি পর্যালোচনা করতে ঘটনাস্থলে যান মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা ও মন্দসৌরের ডিআইজি মনোজ কুমার সিং সহ অন্যান্য আধিকারিকরা।
দুর্ঘটনা নিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, “এটি এক অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উদ্ধার কাজ জোরকদমে চলছে। প্রয়োজনে সমস্ত সহায়তা করা হবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us