/anm-bengali/media/media_files/2025/04/23/IZbQ2skvV98i0nl5cJts.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিয়ের প্যান্ডেল হবে না বলতেই প্যান্ডেল ব্যবসায়ীর মাথায় কুড়ালের কোপ যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্যান্ডেল ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর এলাকায়। জানা যায়, ওই এলাকার যুবক সঞ্জয় দোলইয়ের কয়েকদিনের মধ্যে বিয়ে। প্রতিবেশী এক প্যান্ডেল ব্যবসায়ীর সাথে কথা বলে তার বিয়ের প্যান্ডেল করে দেওয়ার জন্য দায়িত্ব দেয় সঞ্জয়। অভিযোগ, প্যান্ডেল অন্যত্র ভাড়া থাকায় বিয়ের প্যান্ডেল হবে না বলতেই প্রথমে প্রতিবেশী প্যান্ডেল ব্যবসায়ীকে মারধর করে পাত্র সঞ্জয় দোলই ও তার বাবা সুমিত দোলই। তারপর হঠাৎ করে নাকি প্যান্ডেল ব্যবসায়ী প্রীতম ঘোষের মাথায় কুড়াল দিয়ে কোপ বসিয়ে দেয় পাত্র সঞ্জয় দোলই। ঘটনাস্থল থেকে জখম প্যান্ডেল ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্যান্ডেল ব্যবসায়ী।
/anm-bengali/media/media_files/NobFPBl0p4UHaCHyKs41.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us