/anm-bengali/media/media_files/2025/05/12/p0VBl8jub8vjlU8yO0cD.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় হলুদ বোঝাই ট্রাক থেকে উদ্ধার প্রায় ২৪০ কেজি গাঁজা। গ্রেপ্তার ট্রাকচালক। কাশ্মীরে জঙ্গি নাশকতা এবং বর্তমান সন্ত্রাসবাদ নির্মূল এর লক্ষ্যে দেশব্যাপী একাধিক অভিযান জারি আছে প্রশাসনের। যার মধ্যে অন্যতম মাদক কারবার এবং তার থেকে উপার্জিত অর্থে সন্ত্রাসবাদীদের অর্থ ভান্ডারকে নির্মূল করা।
দেশব্যাপী এরকম একাধিক অভিযানে বিশেষ সাফল্যও এসেছে। এবার ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে এলো সাফল্য। এবার পুলিশের কাছেও খবর আসে ঝাড়খন্ড এবং উড়িষ্যা রাজ্য থেকে গাঁজা পাচারের। সেই মত সূত্র মারফত খবর আসে ছত্রিশগড়ের বিলাসপুর থেকে হলুদ বোঝাই একটি ট্রাকে বিপুল পরিমান গাঁজা পাচার করা হচ্ছে বাংলায়।
গোপন সূত্রে খবর পেয়েই, শনিবার রাতে ঝাড়গ্রাম ব্লকের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। ৬ নম্বর জাতীয় সড়কে কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া ২৫টি প্যাকেটে মোট ২৩২ কেজি ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকচালকের বাড়ি, দক্ষিণ দিনাজপুরে। তার নাম রমেন সিং (৩৭)। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। সে জানায়, গাঁজা লোড হয়েছিল ছত্রিশগড়ের বিলাসপুর থেকে। পুলিশ জানিয়েছে, চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানতে তদন্ত চলছে।