পঞ্চায়েত ভোট মিটতেই বিজেপি কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ

বাংলা জুড়ে সবুজ ঝড়। যদিও ঘটছে একের পর এক মৃত্যুর ঘটনা। হচ্ছে ভোট পরবর্তী হিংসা। এদিকে এক বিজেপি (BJP) কর্মীর ঘর ভাঙচুর ও তাকে মারধরের অভিযোগ উঠল।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
paschim.jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমানঃ পশ্চিমবর্ধমানজেলারতৃণমূলকংগ্রেসেরসভাপতিনরেন্দ্রনাথ চক্রবর্তীর কড়াবার্তারপরওভোটপরবর্তীহিংসা হল।এক বিজেপি (BJP) কর্মীরঘরভাঙচুর তাকে মারধরেরঅভিযোগ উঠল।আক্রান্তকর্মীরবাড়িতেবিজেপিরআসানসোলসাংগঠনিকজেলারসভাপতিদিলীপদে হাজির হন। এদিকে ঘটনাকে ঘিরেএলাকায়চাপাউত্তেজনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গতকাল ছিল পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার দিন। এদিকে গতকালভোটেরফলবেরোনোরপরনিজেরফেসবুকলাইভে সকলতৃণমূলকর্মীদেরবার্তাদেনপশ্চিমবর্ধমানজেলারতৃণমূলকংগ্রেসেরসভাপতিনরেন্দ্রনাথ চক্রবর্তী। যেনবিরোধীদেরওপরকোনওরকম হামলানাহয়এবং  বিজয়মিছিলনাকরারনির্দেশদেন পাণ্ডবেশ্বরেরবিধায়কতথাপশ্চিমবর্ধমানজেলারজেলাসভাপতি।তিনিআরোবলেনযারা  বিরোধীদেরউপরহামলাকরবেদলতাদেরবিরুদ্ধেব্যবস্থানেবে।কিন্তুজেলাসভাপতিনরেন্দ্রনাথচক্রবর্তীরবার্তাকেতুচ্ছকরেপাণ্ডবেশ্বরথানারহরিপুরপঞ্চায়েতেরঅন্তর্গতবাজারীগ্রামে  বিজেপিকর্মীরউপরহামলাচালানোহয়। শুধু তাই নয়, তাঁরবাড়িভাঙচুরকরেদেওয়াহয়বলেঅভিযোগ। এমনকি ওই বিজেপি কর্মীরবাচ্চাদেরকেওমারধরকরাহয়বলে গুরুতর অভিযোগ ওঠে।  প্রাণনাশেরহুমকিদেয়বলেবলেঅভিযোগ  তৃণমূলেরবিরুদ্ধে।

আক্রান্ত বিজেপিকর্মীবিধানবাদ্যকরেরস্ত্রীকাজলীবাদ্যকরহরিপুরপঞ্চায়েতের৩৬নম্বরবুথেদাঁড়িয়েছিলেন।ভোটগণনারদিনভোটগণনাশেষেতৃণমূলবিপুলভোটেজয়ীহয়।ঠিকতারপরেইবিজেপিরকর্মীরবাড়িতেগিয়েহামলাচালায়বলেঅভিযোগতৃণমূলকর্মীরবিরুদ্ধে।

বিজেপিজেলাসভাপতিদিলীপদেঅভিযোগকরেনতৃণমূলজেলাসভাপতিনরেনচক্রবর্তীরনির্দেশেএইহামলাচালানোহয়েছে।তিনিনরেন্দ্রনাথচক্রবর্তীকেহুমকিরসুরেজানানআরছয়মাসপরতারকোনও অস্তিত্বথাকবেনা।

 এদিকে এই ঘটনা প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি আজ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফ জানান যে, ‘ভোট পরবর্তী হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অন্যদিকে বিজেপি কর্মীর বাড়ির উপর হামলা কোনও ব্যক্তিগত কারণে হলেও হতে পারে। পশ্চিম বর্ধমান জেলায় যাতে কোনো প্রকার ব্যক্তিগত হোক বা রাজনৈতিক হিংসা করতে দেওয়া যাবে না।‘ যদিও এহেন ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম বর্ধমানজুড়ে।