মহিষ পাচার রুখে দিল জামবনি থানার পুলিশ

আবারও মহিষ পাচার রুখে দিল জামবনি থানার পুলিশ, মহিষ পাচারের ঘটনায় গ্রেফতার ৪, উদ্ধার ১০ টি মহিষ।

author-image
Aniket
New Update
g




নিজস্ব প্রতিনিধি: মহিষ পাচার করার সময় ছয়টি বড় মহিষ ও চারটি বাচ্চা মহিষ উদ্ধার সহ চার  ব্যক্তিকে গ্রেফতার করল জামবনি থানার পুলিশ। এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের খাটখুরা স্টেশন রোডে। পুলিশ সূত্রে জানা গেছে,  শনিবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে জামবনি থানার পুলিশ।

পুলিশ সূত্রে আরোও জানা গিয়েছে শুক্রবার রাতে একটি পিকআপ ভ্যানে ১০ টি মহিষ নিয়ে চাকুলিয়ার দিক থেকে আসার সময় জামবনি থানার খাটখুরা এলাকায় পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে। সেখানে মহিষের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পিকআপ ভ্যান সহ মহিষ গুলিকে আটক করে পুলিশ।