"পাকিস্তান নিজেই ভেঙে পড়তে চলেছে"- বড় দাবি করলেন এই গুরু!

কে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
ramdev gh1.jpg

নিজস্ব সংবাদদাতা: যোগগুরু বাবা রামদেব পহেলগাঁও হামলা নিয়ে করলেন বড় দাবি। তিনি বলেছেন, "আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই আমাদের করাচিতে এবং লাহোরে আরেকটি গুরুকুল তৈরি করতে হবে। পাকিস্তান নিজেই ভেঙে পড়তে চলেছে। পাখতুনরা, অর্থাৎ বেলুচিস্তানের জনগণ, তাদের স্বাধীনতা দাবি করছে। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি আরও খারাপ। ভারতের সাথে লড়াই করার মতো শক্তি তাদের নেই। যুদ্ধে তারা চার দিনও ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারে না"। 

publive-image