বসিরহাট থেকে প্রচুর জাল নোট উদ্ধার! কোথায় পাচার হওয়ার কথা ছিল?

বসিরহাট থেকে উদ্ধার ৩৪ লক্ষ টাকার জাল নোট।

author-image
Tamalika Chakraborty
New Update
fake notes

নিজস্ব সংবাদদাতা: বসিরহাট মহকুমার মাটিয়ার খোলাপোতা মথুরাপুর এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ জাল নোট। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মাটিয়া থানার পুলিশ ও বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। অভিযানে একটি বাড়ি থেকে উদ্ধার হয় মোট ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকার জাল নোট।

জানা গিয়েছে, জাল নোটগুলির মধ্যে ছিল ২০০, ৫০০ ও ২ হাজার টাকার নোট। ঘটনায় ওই বাড়ির মালিকের ভাই শেখ আবুল রাজাকে গ্রেফতার করা হয়েছে। বাড়ির মালিক পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে।

Bangladeshi Arrested

প্রাথমিক তদন্তে অনুমান, এই বিপুল পরিমাণ জাল নোটের পিছনে রয়েছে একটি সংগঠিত পাচারচক্র। কোথা থেকে এই নোট এল এবং সেগুলি কোথায় পাচার হওয়ার কথা ছিল— সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।