New Update
/anm-bengali/media/media_files/wAPG6oOhudL40OFUosNu.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলার ৬ টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আর ভোট গণনা শুরু হতেই ২ আসনে এগিয়ে গেল তৃণমূল। নৈহাটি এবং হাড়োয়া বিধানসভা আসন থেকে এগিয়ে গিয়েছে তৃণমূল। নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি প্রতক্ষ বা পরোক্ষ ভাবে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে বহুবার।
তবে এই দুই আসনের বর্তমান হিসাব বলছে এখনও এই দুই আসনের বহু মানুষ দিদির ওপরেই ভরসা রাখছেন। এখন দেখার দিন ৬ টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে কটি আসন যায় তৃণমূলের দখলে।