নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ হিংসার ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে, এবার মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হিংসায় উস্কানি দিচ্ছেন, রাজ্যকে জ্বালিয়ে দিতে চাইছেন।” তাঁর দাবি, ''রাজ্যের সমস্ত জনগণ সে হিন্দু হোক, বা দেশপ্রেমী মুসলিম, শিখ বা খ্রিস্টান, সকলেই আজ দিশাহারা। কারণ প্রায় ২৬,০০০ মানুষ চাকরি হারিয়েছেন।''
/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
মুর্শিদাবাদ হিংসা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “এটা শুধু দাঙ্গা নয়, এটা গণহত্যা। হিন্দুদের হত্যা করা হচ্ছে। তাঁরা বাধ্য হচ্ছেন রাজ্য ছাড়তে, আর এর পেছনে আছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা।”