ভয়ানক বিস্ফোরণ! কমপক্ষে ১৩ জন নিহত

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
indoblast

নিজস্ব সংবাদদাতা: সোমবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ নিষ্কাশনের সময় এক বিস্ফোরণে চার সৈন্যসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে চারজন সামরিক কর্মকর্তাও রয়েছেন, যারা পশ্চিম জাভার গারুত জেলার সাগারা গ্রামে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ নিষ্ক্রিয় করার অভিযানে অংশ নিয়েছিলেন। 

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর (টিএনআই) তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি বলেছেন যে তাদের মৃতদেহ ময়নাতদন্ত এবং প্রাক-অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনার জন্য পামেউংপিউক আঞ্চলিক জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

blast