নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির হেভিওয়েট নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ তিনি বলেন,''মোদি সরকার এই নৃশংস হামলার প্রতিশোধ নিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। সরকারের তরফ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, যেসমস্ত পাকিস্তানি নাগরিক এখন ভারতে রয়েছেন, তাঁদের ১ মে-র মধ্যে দেশ ছাড়তে হবে। তাঁদের ভিসাও বাতিল করা হয়েছে।”
/anm-bengali/media/media_files/J9ndT7QdQb8nguMcez2d.jpg)
এরপর মমতা ব্যানার্জি প্রসঙ্গে তিনি বলেন,''কিন্তু আমি সন্দেহ করি যে পশ্চিমবঙ্গে আদৌ এই নির্দেশ পালন করা হবে কিনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনও স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ পর্যন্ত মানবেন না।”