পাহেলগাঁও- সেনা জানে কবে ও কীভাবে জবাব দিতে হয়- এবার সোজা বলে দিলেন

কি বলে দিলেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Indian Army

File Picture



নিজস্ব সংবাদদাতা: এবার পাহেলগাঁও হামলার প্রত্তুতরের ইস্যুতে সোজা জবাব দিলেন তরুণজ্যোতি তিওয়ারি।

indian army

তিনি ট্যুইট করে বলেন, "সেনা জানে কবে ও কীভাবে জবাব দিতে হয়।

কাশ্মীরে পাকিস্তান ও তাদের মদতপুষ্ট জঙ্গিদের ঘৃণ্য হামলার জবাব হবেই। কখন ও কীভাবে, তা ঠিক করবে সেনা—না যে কোনও টিভি বিতর্ক, না কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট।

প্রধানমন্ত্রী সেনাপ্রধানদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সরকার কূটনৈতিকভাবে কাজ করছে, সেনা তাদের রণনীতি অনুযায়ী পদক্ষেপ নেবে। আধুনিক যুদ্ধনীতি গুলি নয়, কৌশল আর ধৈর্যের খেলা।

আমাদের কাজ, সেনার পাশে থাকা ও বিশ্বাস রাখা।"