/anm-bengali/media/media_files/2025/05/04/ZDAXOFOGJRpeIu7SlGpC.png)
নিজস্ব প্রতিনিধি: জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ধামতোড় এলাকার পশ্চিম সাতকনা গ্রামের বাসিন্দা সুমিত্রা সাহু। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে স্বামী, সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে হার মানেননি তিনি। দু'হাতের কাজে ভরসা করেই ধীরে ধীরে স্বপ্ন বুনছেন, একটু ভালো থাকার আশায় এগিয়ে চলেছেন।
/anm-bengali/media/post_attachments/99f35b25-25e.png)
সুমিত্রা সাহু একজন সাধারণ গৃহবধূ। সংসারের হাল ধরতে তিনি বাড়িতে বসেই কার্পেট তৈরির কাজ শুরু করেন। প্রথমদিকে কাজের গতি ধীর ছিল, তবে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে। এখন তার হাতে তৈরি কার্পেট মুম্বাইয়ে রপ্তানি হচ্ছে। বাজারে এই কার্পেটগুলির মূল্য প্রায় আড়াই লাখ টাকা। যদিও একটি কার্পেট তৈরি করতে কয়েক মাস লেগে যায়, তবে তা থেকে যে আয় আসে, তা দিয়ে সংসারের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/e7069fc6-10d.png)
সুমিত্রা জানালেন, "সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। তখন ভাবলাম, কিছু একটা করতে হবে। তারপর বাড়িতে বসে কার্পেট তৈরি শুরু করি। প্রথমে কম পরিমাণে কাজ হলেও এখন নিয়মিত কার্পেট তৈরি করছি। এতে সংসারের খরচ কিছুটা হলেও মেটানো যাচ্ছে।" তবে এই পথচলা মোটেও সহজ ছিল না। কাঁচামালের জোগান, বাজারের প্রতিযোগিতা, ক্রেতার অভাব—এসব চ্যালেঞ্জের মধ্যেই কাজ চালিয়ে গেছেন তিনি। এখন তার কার্পেটের চাহিদা রয়েছে মুম্বাইয়ের বাজারে, যা তাকে আত্মনির্ভরশীল হওয়ার সাহস দিয়েছে। সুমিত্রার এই উদ্যোগ শুধুমাত্র তার নিজের জন্য নয়, তার মতো অনেক দরিদ্র পরিবারের কাছেও এটি এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। তিনি চান, আরও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত হোক।এই গল্প শুধু সুমিত্রার নয়, এই গল্প সমস্ত লড়াকু মানুষের, যারা দারিদ্র্যের কাছে হার না মেনে নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us