BREAKING : জাতির ভিত্তিতে লোক নিয়োগ করেছিলেন অখিলেশ ! বিস্ফোরক অভিযোগ করলেন ও.পি. রাজভর

কি বললেন ও.পি. রাজভর ?

author-image
Debjit Biswas
New Update
om prakash rajbhar.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার সমাজবাদী পার্টির চিফ অখিলেশ যাদবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বসলেন উত্তর প্রদেশের মন্ত্রী ও.পি. রাজভর। তিনি বলেন,''যারা একসময় অন্যের অধিকার হরণ করেছেন, তারা যদি আজ এই ধরনের কথা বলেন, তাহলে তা রীতিমতো অবাক করার মতো বিষয় হয়ে যায়। অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন পুলিশের চাকরি, গ্রামসেবক, লেখপাল ইত্যাদি সব জায়গায় জাতির ভিত্তিতে লোক নিয়োগ করেছিলেন।''

Om Prakash Rajbhar j1.jpg

এরপর তিনি বলেন,''জাতিগত জনগণনার ঘোষণায় এখন অখিলেশের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, তাই তিনি বিভ্রান্ত হয়ে পড়েছেন।”