BREAKING : বন্ধ হয়ে গেছে ‘লাডলি বহিন’ প্রকল্প ! দেবেন্দ্র ফড়নবীশকে দুষলেন সঞ্জয় রাউত

কি বললেন সঞ্জয় রাউত ?

author-image
Debjit Biswas
New Update
sanjay

নিজস্ব সংবাদদাতা : এবার মহারাষ্ট্র সরকারের ‘লাডলি বহিন’ প্রকল্প নিয়ে ফের একবার দেবেন্দ্র ফড়নবীশকে দুষলেন শিব সেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, “লাডলি বহিন যোজনা এখন কার্যত বন্ধ হয়ে গেছে। আগে যেখানে ১৫০০ টাকা দেওয়া হতো, এখন সেটা কমে ৫০০ টাকা হচ্ছে। যদিও নির্বাচনী প্রচারে বিজেপির তরফ থেকে ২১০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।''

devendra faranvish 1234 .JPG

এরপর তিনি বলেন,''শিন্ডে ও ফড়নবীশ কি নিজেদের পকেট থেকে এই টাকা দিচ্ছেন ? এটা তো জনগণের টাকা। ৫০০ টাকা দিয়ে দয়া করছেন নাকি ? তাহলে স্কিমটা বন্ধ করে দিন।”