/anm-bengali/media/media_files/2025/07/06/pm-modi-a-2025-07-06-23-20-36.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার ১৭তম ব্রিকস সম্মেলনে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে তীব্র বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করেই তিনি আক্রমণ করলেন পশ্চিমা দুনিয়ার দ্বিমুখী আচরণকে এবং স্পষ্ট জানালেন, সন্ত্রাসবাদ নিন্দা করা কখনও ‘সুবিধা অনুযায়ী’ হওয়া উচিত নয়, বরং এটি হওয়া উচিত নীতির প্রশ্ন।
মোদীর এই মন্তব্যকে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে পরোক্ষ খোঁচা হিসেবে দেখছেন। গত মাসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে গোপন বৈঠকের পর ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার অবসানে ‘চুক্তি করিয়েছেন’।
মোদী সম্মেলনে বলেন, "সন্ত্রাসবাদের নিন্দা করতে গেলে আগে দেখতে হবে কোন দেশে হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে—এমন হলে তা মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা।" এই বক্তব্যে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, সন্ত্রাসবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যাখ্যা করা উচিত নয়, বরং তা বিশ্বজনীন মানবিক মূল্যবোধের বিরুদ্ধাচরণ।
এছাড়া তিনি ‘শান্তি, নিরাপত্তা ও বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার’ বিষয়ক সেশনে আরও বলেন, আজকের বিশ্বে একাধিক মেরুর (multipolar) ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব শাসন কাঠামো গড়ে তোলার সময় এসেছে।