দলের নির্দেশেই সংসদে কাগজ ছিঁড়েছে তৃণমূল সাংসদ, স্পষ্ট দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত চিন ! রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হঠাৎ করেই নয়া মোড়
বিজেপির সাথে কোনও সম্পর্ক কি আদৌ আছে দিলীপের ? বড় প্রশ্ন তুলে দিলেন কুনাল ঘোষ
‘সমস্যা থাকলে ভারতের পণ্য কিনবেন না’, আমেরিকাকে কড়া বার্তা ভারতের
‘মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু উনি ঠিক কথা বলছেন!’
গতিবিধি ট্র্যাক করতে ব্যবহৃত হবে জিপিএস কলার ও কিউআর কোড ! পথকুকুরদের নিয়ে বড় পদক্ষেপ নিল শিমলা
সিবিআইয়ের তদন্তে কি নতুন রহস্য উন্মোচন হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে?
ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে ন্যাটো ! সামনে এল চমকপ্রদ তথ্য
নিরাপত্তার গ্যারান্টি প্রায় চূড়ান্ত পর্যায়ে ! বড় মন্তব্য করলেন জেলেনস্কি

ইভিএমের তথ্য ডিলিট নয়, নির্বাচন কমিশনকে 'সুপ্রিম' নির্দেশ

সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ইঞ্জিনিয়াররা ইভিএমে নকল নির্বাচনী প্রতীক ভরে দিয়েছেন এবং আসল তথ্য মুছে দেওয়া হয়েছে।

author-image
Jaita Chowdhury
New Update
supreme court

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইলেট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম  (EVM) নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কী? জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভোটগণনা এবং ফলপ্রকাশের পরেও যাতে ইভিএম-এর তথ্য যেন ডিলিট না করা হয়, এই মর্মে আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নির্বাচন কমিশনকে জানাল, আপাতত ইভিএমের কোনও তথ্য মুছবেন না, নতুন তথ্যও যোগ করবেন না। 
নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভোটযন্ত্রের এবং মেমোরি ইক্রোকন্ট্রোলার কীভাবে 'পুড়িয়ে' ফেলা হয় সে সম্পর্কে তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে। প্রধান বিচারপতি বলেন, "এতে ক্ষতি কিছু নেই। পরাজিত প্রার্থী যদি সত্য যাচাই করতে চান, ইঞ্জিনিয়ার দেখিয়ে দিতে পারেন যা তথ্য বিকৃতি হয়নি।"
সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ইঞ্জিনিয়াররা ইভিএমে নকল নির্বাচনী প্রতীক ভরে দিয়েছেন এবং আসল তথ্য মুছে দেওয়া হয়েছে। কেন এমন হল তা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি এবং কমিশনকে নির্দেশ দিয়েছে আর তথ্য মোছা না হয় তা নিশ্চিত করতে হবে। 
ইভিএমের পুড়িয়ে ফেলা প্রকৃত মেমোরি এবং মাইক্রোকন্ট্রোলার যাচাই করতে কমিশনকে যাতে নিয়মবিধি আনার নির্দেশ দেয় শীর্ষ আদালত, সেই আবেদন জানিয়েছিল হরিয়ানার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র‍্যাটিক রিফর্ম এবং কংগ্রেসের একদল নেতা। ইভিএমের তথ্য বিকৃত হয়েছে কি না তা ইঞ্জিনিয়ারদের দিয়ে খতিয়ে দেখতেও আবেদন জানানো হয়। এই মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ।