BREAKING: শীঘ্রই দেওয়া হবে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (OCI) কার্ড ! ত্রিনিদাদে বড় ঘোষণা করলেন মোদি

কেন এই কথা বললেন মোদি ?

author-image
Debjit Biswas
New Update
narendra modi.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এক বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''এবার থেকে ত্রিনিদাদ ও টোবাগোর ভারতীয়দের ৬ষ্ঠ প্রজন্ম পর্যন্ত ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (OCI) কার্ড দেওয়া হবে। আমরা শুধু রক্ত বা পদবির সূত্রেই এক নয়, আমাদের মধ্যে এক আত্মার সম্পর্ক আছে। ভারত আপনাদের দিকে তাকিয়ে আছে এবং আপনাদের সবসময় সাদরে স্বাগত জানাবে।"

narendra modi awd1.jpg

এরপর তিনি আরও বলেন,''আপনাদের প্রধানমন্ত্রী কমলা প্রসাদের পূর্বপুরুষ বিহারের বস্তার  জেলার মানুষ। তিনি নিজেও সেখানে গিয়েছেন। মানুষ তাঁকে বিহারের কন্যা বলেই মনে করে। বিহারের ঐতিহ্য ভারতের গর্ব, সারা বিশ্বের গর্ব। বিহার শতাব্দীর পর শতাব্দী ধরে নানা ক্ষেত্রে পৃথিবীকে পথ দেখিয়েছে। ২১ শতাব্দীতেও বিহার থেকে নতুন নতুন সম্ভাবনার জন্ম হচ্ছে এবং হবে।"