“বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিহারের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে”—সীতামঢ়িতে অমিত শাহের মন্তব্য

রাহুল গান্ধীর পদযাত্রায় কটাক্ষ করে বললেন, “ওটা ছিল ‘ঘুসপৈঠিয়া বচাও যাত্রা’”; অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানের বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-03 2.59.58 PM

নিজস্ব সংবাদদাতা: সোমবার বিহারের সীতামঢ়িতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে কটাক্ষ করে বলেন, “রাহুলজি সম্প্রতি এখানে এসেছিলেন, তিনি একটি ‘ঘুসপৈঠিয়া বচাও যাত্রা’ বের করেছেন। তিনি হয়তো ভুলে গেছেন—রিগা অঞ্চলটি নেপালের সীমান্তের খুব কাছেই অবস্থিত।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “বলুন তো, বিহারের ভোটার তালিকায় কি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের থাকা উচিত? এই অনুপ্রবেশকারীরা গরিবদের জন্য বরাদ্দ খাদ্যশস্যের অংশ দখল করে নেয়, তরুণদের কর্মসংস্থানের সুযোগ কেড়ে নেয়। যারা বাংলাদেশ থেকে এসেছে, তাদের এখানে ভোট দেওয়ার কিংবা বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচনের কোনো অধিকার নেই।”