/anm-bengali/media/media_files/05vRdKaoPC3qZ9T9oZaI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই পিএম বিশ্বকর্মা যোজনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে এই যোজনার ঘোষণা করলেও বাজেটে উল্লেখ ছিল। ২০২৩-২৪ অর্থ বছরের জন্যে তৈরি বাজেটে নয়া এই যোজনার কথা প্রস্তাব করা হয়। এই যোজনার মাধ্যমে ১৩,০০০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র সরকার।
যোজনার উদ্দেশ্য হল কারিগরি এবং আর্থিক সাহায্য দান করা। শুধু শিক্ষা নয়, উত্পাদন সম্পর্কিত নানারকম সাহায্য সরকারের তরফে করা হবে লাভার্থীকে। এই স্কিমের সুবিধাভোগীদেরকে ১৫,০০০ টাকার একটি টুলকিট দেওয়া হবে। এই যোজনার মাধ্যমে সুবিধাভোগীদের স্কিল ট্রেনিংয়ের সঙ্গে প্রতিদিন ৫০০ টাকা স্টাইপেন দেবে সরকার। মূল উদ্দেশ্য হল কারিগর ক্ষেত্রে বিকাশ ঘটানো এবং স্বনির্ভর করে তোলা। নৌকা প্রস্তুতকারক, কামার, হাতুড়ি এবং টুলকিট প্রস্তুতকারকেরা এই যোজনার সুবিধা পাবেন। এছাড়াও তালা-চাবি বানান এমন শ্রমিক, স্বর্ণকার, কুমার, ভাস্কর, পাথর খোদাইকারী, পাথর ভাঙার কারিগরদেরও লাভ হবে। সরকারের তরফে সার্টিফিকেট ও একটি আইইডিও দেওয়া হবে। পরিবারের কেবল একজন সদস্যই আবেদন করতে পারেন এই প্রকল্পে। কারিগরিদের আত্মনির্ভর করতে সরকার ৩ লাখ টাকা পর্যন্ত লোন দেবে। এই লোন দুটি কিস্তিতে পাওয়া যাবে। এই ঋণে ৫ শতাংশ হারে সুদ ধার্য করা হয়েছে। জানুন কীভাবে আবেদন করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার পর থেকেই এই যোজনার সুবিধা দেওয়া হবে। এর জন্য অনলাইনে আবেদন করা যাবে। পিএম বিশ্বকর্মা যোজনার জন্য নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। তা হল- https://pmvishwakarma.gov.in/