নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার ক্ষেত্রে কি এবার কোনও জোরদার পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। প্রশ্ন উঠছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্করের বৈঠককে কেন্দ্র করে। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাসভবনে জরুরি ভিত্তিতে পৌঁছে যান বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
/anm-bengali/media/media_files/0f6FgOhH7Hlctb0ML01G.jpg)
সূত্র অনুযায়ী, পহেলগাঁও হামলার প্রতিক্রিয়া, আন্তর্জাতিক স্তরে ভারতের পরবর্তী পদক্ষেপ এবং পাকিস্তানকে কেন্দ্র করে ভারতের ভবিষ্যত কৌশল নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। এই বৈঠকে শীর্ষ নিরাপত্তা আধিকারিকরাও থাকতে পারেন বলে জানা গেছে।