গ্রেফতার ২ পাক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনআইএ

দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনআইএ। 

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
Nia

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলার ১০ দিন পার, এখনও এনআইএ-র হাতে ধরা পড়েনি জঙ্গিরা। প্রত্যেকদিনই নতুন নতুন তথ্য হাতে আসছে জঙ্গিদের। সেই তথ্যের ভিত্তিতেই এবার আগেই গ্রেফতার হওয়া দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনআইএ। 

Kashmir

যা জানা যাচ্ছে, জম্মু জেলে থাকা লস্করের ২ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে তদন্তকারী সংস্থা। ২ জঙ্গির নাম নিসার আহমেদ ও মুস্তাক হোসেন। ২০২৩ সালের রাজৌরি ও পুঞ্চ হামলায় জড়িত ছিল এই দুই জঙ্গি। তারা লস্করের স্থানীয় সদস্য হিসেবে কাজ করত। ওই বছরই এনআইএ-র হাতে গ্রেফতার হয় ২ জন। তারপর থেকে জম্মুর জেলেই রয়েছে জঙ্গিরা। আর এবার এই পহেলগাঁও হামলার তদন্তে লিঙ্ক খুঁজতে দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে তদন্তকারী আধিকারিকরা।