/anm-bengali/media/media_files/2025/05/03/SKCTRrMCyEzu3yNpTHYD.png)
File Picture
নিজস্ব প্রতিনিধি: গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক ও গ্রামীণ সড়ক সুন্দর রাখতে ও দুর্ঘটনা এড়াতে পুলিশের মাইকিং প্রচার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই, রামজীবনপুর সহ চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় মাইকিং প্রচার করছে পুলিশ। মাইকিং প্রচারের মাধ্যমে পুলিশ এলাকার ধান কাটার মেশিন ও ট্রাক চালকদের সচেতন করছে গাড়ির চাকাতে কাদামাটি যাতে উঠে না আসে। গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কে কাদামাটি উঠে যাওয়ার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কোনমতেই ধান কাটার মেশিন ও ট্র্যাক্টরের চাকায় কাদা মাটি রাস্তায় না আসে তার জন্যই লাগাতার প্রচার পুলিশের।
/anm-bengali/media/post_attachments/16d4c1a9-ba8.png)
এর আগে চন্দ্রকোনার জাড়া এলাকায় একটি পিচ রাস্তার উপর দিয়ে ধান কাটার মেশিন ও ট্রাক্টর যাওয়ার ফলে রাস্তায় কাদা মাটি পড়ে বেহাল হয়ে পড়েছিল, ঘটছিল দুর্ঘটনা, ক্ষোভের সৃষ্টি হয়েছিল এলাকাবাসী থেকে পথচলতি মানুষদের। সেই রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিতে দেখা গিয়েছিল চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশকে। পুনরায় যাতে কোনো রাস্তার হাল ওমন না হয় বা এর জেরে দুর্ঘটনা না ঘটে তার জন্যই ফের পথে নামলো পুলিশ, সচেতনতা চলছে এলাকায় এলাকায় মাইকিং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us