নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের বিজাপুর জেলার গঙ্গালুর থানার অন্তর্গত পিডিয়ার জঙ্গলে এনকাউন্টারে বহু মাওবাদী নিহত হয়েছে।
/anm-bengali/media/media_files/sQIPCBg7ubxcTRl2jrx5.jpg)
এই বিষয় নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, “বিজাপুর জেলার গঙ্গালুর এলাকায় নকশালদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। নকশালদের ১২টি মৃতদেহ উদ্ধার হয়েছে। আমি আমাদের জওয়ান এবং উচ্চপদস্থ আধিকারিকদের অভিনন্দন জানাই।”
/anm-bengali/media/media_files/JgN13J5pVhe66pKVaGzU.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)