আর্থিক সাহায্য বন্ধ! পাকিস্তানের বিরুদ্ধে 'ওয়াটার স্ট্রাইক'-এর পর এবার 'ফিনান্সিয়াল স্ট্রাইক'-এর পথে ভারত

পাকিস্তানের বিরুদ্ধে 'ওয়াটার স্ট্রাইক'-এর পর এবার 'ফিনান্সিয়াল স্ট্রাইক'-এর পথে হাঁটছে ভারত।

author-image
Tamalika Chakraborty
New Update
nirmalaah.jpg

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগত চাপ বাড়াচ্ছে ভারত। সেনা বা অস্ত্র নয়, এবার দিল্লির হাতে ‘জল’ ও ‘অর্থনীতি’। সিন্ধু জলচুক্তি স্থগিতের পর চেনাব নদীর জল রুখে দিয়ে পাকিস্তানকে জলসঙ্কটের মুখে ফেলেছে ভারত। এবার আর্থিক চাপ সৃষ্টির কৌশলে এগোচ্ছে কেন্দ্র।


অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB)-এর প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে মিলানে বৈঠকে বসেন। সেখানে তিনি সোজাসাপ্টা অনুরোধ করেন— ADB যেন পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ইতালির অর্থমন্ত্রী জিওরজেত্তিও। জানা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন গড়ে তোলার লক্ষ্যে ইউরোপের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করছে ভারত।

nirmala hty.jpg


ভারত চাইছে, সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া নিয়ে FATF (Financial Action Task Force) ফের পাকিস্তানকে ধুসর তালিকায় অন্তর্ভুক্ত করুক। এই তালিকায় নাম উঠলে পাকিস্তানের ওপর কঠোর আর্থিক নজরদারি এবং ঋণের বিধিনিষেধ জারি হবে।


ভারত শুধু ADB নয়, IMF-র কাছেও পাকিস্তান সংক্রান্ত নীতির পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা  মুডিস বলছে—যুদ্ধ পরিস্থিতিতে ভারত নয়, অর্থনীতির দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। তাদের প্রবৃদ্ধি এবং আর্থিক স্থায়িত্বে বড় ধাক্কা আসবে।

জল নীতি ও আর্থিক কৌশলের মাধ্যমে পাকিস্তানকে কোণঠাসা করার পথ নিচ্ছে ভারত। সামরিক যুদ্ধ নয়, এবার কূটনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধেই জবাব দিচ্ছে দিল্লি।