আমরা হিমাচলের পর্যটকদের ভয় দেখাতে চাই না! এবার গর্জে উঠলেন কংগ্রেস নেত্রী

হিমাচল প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রতিভা বীরভদ্র সিং বলেছেন, পাকিস্তান নিয়ে এমন কোনও মন্তব্য করা উচিৎ নয়, যাতে হিমাচলের পর্যটকরা ভয় পান।

author-image
Tamalika Chakraborty
New Update
himachal congress president


নিজস্ব সংবাদদাতা: ভারতে থাকা পাক নাগরিকদের নিয়ে মন্তব্য করেন অনুরাগ ঠাকুর। বিজেপি সাংসদ বলেন, কেন্দ্রের সিদ্ধান্তে ভারতে থাকা বৈধ ও বৈধ পাক নাগরিককে পাকিস্তানে চলে যেতে হবে। এই প্রসঙ্গে হিমাচল প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রতিভা বীরভদ্র সিং বলেছেন, "এই বিষয়ে অনেক সমস্যা রয়েছে।  অনুরাগ ঠাকুরের এমন বক্তব্য দেওয়া উচিত নয়, যা এই অঞ্চলে আরও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। পর্যটনের দৃষ্টিকোণ থেকে হিমাচল প্রদেশ খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যটকরা জম্মু ও কাশ্মীর ভ্রমণে যেতে ভয় পান, তাই তারা তাদের ছুটি কাটাতে হিমাচল ভ্রমণ করতে পারেন। এই ধরনের বক্তব্য তাঁদের হিমাচল প্রদেশ সম্পর্কেও ভীত করতে পারে। আমরা চাই না যে কেউ কোনও বিভ্রান্তি ছড়াক।"

anurag thakurrr.jpg