বিদেশি সিনেমা আমদানিতে বাধা? ট্রাম্পের ১০০% ট্যারিফ ঘোষণার ইঙ্গিত

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিদেশি সিনেমার ওপর ১০০% ট্যারিফ বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউস জানায়, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সব বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : আমেরিকায় বিদেশি সিনেমার প্রবেশে বড় ধাক্কা আসতে পারে—এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিদেশে নির্মিত সমস্ত সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসাতে বাণিজ্য দফতর ও ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে নির্দেশ দিয়েছেন তিনি। যদিও হোয়াইট হাউস বলছে, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Tariffs

রবিবার রাতে ট্রাম্প Truth Social-এ লেখেন, “আমার নির্দেশে এখনই প্রক্রিয়া শুরু করা হবে, যাতে বিদেশে তৈরি কোনও সিনেমা যুক্তরাষ্ট্রে এলে তার ওপর ১০০% ট্যারিফ বসানো যায়।”

তিনি আরও অভিযোগ করেন, “আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি দ্রুত শেষের পথে যাচ্ছে। বিদেশের দেশগুলো নানা রকম লোভ দেখিয়ে আমাদের ফিল্মমেকার ও স্টুডিওগুলোকে টেনে নিচ্ছে।”

white house

এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই বলেন, “বিদেশি সিনেমার ওপর শুল্ক সংক্রান্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার নির্দেশ মেনে সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের লক্ষ্য ‘হলিউডকে আবার মহান’ করে তোলা।”এই সম্ভাব্য পদক্ষেপ বাস্তবায়িত হলে বিদেশি সিনেমার বাজারে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।