New Update
/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করতে ১,০০০ ডলার করে দেওয়ার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
সরকার জানিয়েছে, যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়াই রয়েছেন এবং আদালতের মাধ্যমে দেশে ফেরার নির্দেশ পেয়েছেন, তারা চাইলে এই প্রোগ্রামের আওতায় স্বেচ্ছায় ফিরে যেতে পারবেন। তাদের প্রত্যাবাসনের খরচ হিসেবে এই অর্থ সহায়তা দেওয়া হবে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, 'এটি একদিকে যেমন সরকারের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল ডিপোর্টেশন প্রক্রিয়াকে সহজ করবে, তেমনই মানবিকভাবেও একটি "স্বেচ্ছা প্রত্যাবর্তন"-এর সুযোগ তৈরি করবে।'
তবে সমালোচকরা বলছেন, 'এই পদক্ষেপ অভিবাসন সমস্যার গভীরে পৌঁছাতে পারছে না।' অনেকে এটিকে "এক ধরণের লোভনীয় অফার" বলেও ব্যঙ্গ করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us