/anm-bengali/media/media_files/mo1IjPwHKTvbr1m9m0rJ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: উত্তরে বৃষ্টির সতর্কতা ছিল। তবে এমনটা ঘটবে তা কল্পনাতীত। উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি। যার জেরে লাচেন উপত্যকায় তিস্তা নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক এলাকা।
চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার ফলে নীচু এলাকার ১৫-২০ ফুট উচ্চতা পর্যন্ত জলস্তর হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিংটামের কাছে বারডাং-এ দাঁড়িয়ে থাকা একাধিক সেনা গাড়ি ভেসে গিয়েছে। গুয়াহাটির প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও এই সম্পূর্ণ তথ্যটি প্রকাশ্যে এনেছেন।
Release of water from the Chungthang dam led to a sudden increase in water level upto 15-20 feet high downstream. This has led to Army vehicles parked at Bardang near Singtam getting affected: Defence PRO, Guwahati
— ANI (@ANI) October 4, 2023
যা খবর পাওয়া যাচ্ছে ২৩ জন সেনাকর্মী এখনও পর্যন্ত নিখোঁজ। সেনার গাড়ি ছাড়াও ভেসে গিয়েছে অন্যান্য গাড়িও।
তিস্তার তীব্রতা কতোটা বেশি তার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় জল কমিশন। অবশ্য এই বিষয়ে বিজেপি নেতা উগেন শেরিং গ্যাতসো ভুটিয়া ভয় না পাওয়ার কথাই বলেছেন। তাঁর কথায়, “কোনও প্রাণহানি হয়নি তবে সিংটামে সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। কিছুজন নিখোঁজ হওয়ার তথ্য রয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে”।
BJP leader Ugyen Tshering Gyatso Bhutia said, "There has been no loss of life but public properties have been damaged in Singtam. There is information about some people missing. Efforts are underway to find them." pic.twitter.com/1FThRUh0v3
— ANI (@ANI) October 4, 2023