New Update
/anm-bengali/media/media_files/2hGgKggSB4tDePUfSW8C.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের ভাঙন তৃণমূলে (TMC)। এক দিকে যখন চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি, তখনই ফের ঘাসফুল শিবির ছাড়ার হিড়িক। এক সঙ্গে প্রায় আড়াই হাজার কর্মী তৃণমূল ছেড়ে হাতে লাল পতাকা তুলে নিয়েছেন বলে দাবি সিপিএমের (CPIM)। বর্ষীয়ান বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের (Kanti Gangopadhyay) হাত ধরে এই বিপুল দল বদল হয়েছে বলে দাবি করা হয়েছে রাজ্যের বাম নেতৃত্বের পক্ষ থেকে। সিপিএমের এই দাবিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।