পার্লামেন্টের দেওয়াল টপকে ভেতরে ঢুকল অনুপ্রবেশকারী ! বড় হামলার ছক ?

দেখুন সকালের সবথেকে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ, শুক্রবার সকালে ভারতের পার্লামেন্ট ভবনে একটি বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আজ পার্লামেন্টের দেওয়াল টপকে হঠাৎ করেই ভেতরে প্রবেশ করে যান। এরপর পার্লামেন্টের নিরাপত্তা কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে গ্রেফতার করে।

ঘটনাটি ঘটেছে পার্লামেন্ট ভবনের গরুড় গেটের কাছে। আজ একদম সকালবেলা যখন নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল থাকে, সেই সুযোগেই ওই ব্যক্তি দেওয়াল টপকে পার্লামেন্ট চত্বরে প্রবেশ করে। তবে, নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে ধরে ফেলেন এবং পুলিশ কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

New-Parliament-Building-ezgif.com-avif-to-jpg-converter

পার্লামেন্ট ভবনের মতো একটি সুরক্ষিত স্থানে এই ধরণের অনুপ্রবেশের ঘটনা, বর্তমান নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ (CCTV FOOTAGE) এবং নজরদারি ডেটা পর্যালোচনা করা হচ্ছে, যাতে বোঝা যায় কিভাবে ওই অনুপ্রবেশকারী নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে ভিতরে প্রবেশ করল। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। তবে কি কারণে ওই ব্যক্তি পার্লামেন্টে প্রবেশ করেছিল সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।