New Update
/anm-bengali/media/media_files/2025/08/23/whatsapp-image-2025-08-22-at-185545-2025-08-23-00-22-22.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের আমড়াপাট গ্রামের বাসিন্দা জয়দেব সাঁতরা (৩৬) সোনার কাজ করতো মুম্বাইয়ে। সেই মুম্বাইয়েই অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর।
মৃতের পরিবারের দাবি কাল সকালে তাদের ফোন করে জানানো হয় ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে জয়দেবের। সকালে তার শোবার ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। যদিও জয়দেবের শারীরিক কিছু অসুস্থতা ছিল বলে জানা যাচ্ছে। পরিবারের দাবি সঠিক মৃত্যুর কারণ তারা জানতে পারেনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/23/whatsapp-image-2025-08-22-at-185545-2025-08-23-00-20-29.jpeg)
মৃত জয়দেবের দেহ আজ রাত নাগাদ পৌঁছবে তার চন্দ্রকোনার বাড়িতে। তার আগেই জয়দেবের পরিবারের সাথে দেখা করতে গেলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস।পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us