সূঁচে ভরা শরীর, কোথা থেকে আসছে জানে না হায়দারের পরিবার!

মানব শরীরে এই সূঁচ কান্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া-প্রতিবেশীরা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-22 at 11.02.31

File Picture

নিজস্ব সংবাদদাতা: অবিশ্বাস্য! ভাবতেই যেন গা শিউরে উঠছে। জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূঁচ বা সিরিঞ্জ। গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূঁচ গুলি। মানব শরীরে এই সূঁচ কান্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া-প্রতিবেশীরা। 

মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ এর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখ ও বধির যুবক হায়দার আলি (২৭)। ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য, "কয়েক মাস আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একটি নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট ৩৭টি সূঁচ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল। সেই সূঁচ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন। এখনও পর্যন্ত বাড়ির ঘটিবটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি। আর সম্ভব হচ্ছে না। পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। কিভাবে স্বামীর শরীরে সূঁচ তৈরি হচ্ছে জানি না। আমাদের মনে হচ্ছে কালাজাদু করেই স্বামীকে কেউ সূঁচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে। এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনও উপায় নেই"। 

WhatsApp Image 2025-08-22 at 11.02.32

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দেড় বছর ধরেই মূলত হায়দার আলির শরীরে এই সূঁচ সমস্যা তৈরি হয়েছে। হায়দারের এক আত্মীয় মহম্মদ সাকির শেখ বলেন, "গত দেড় বছর আগে হায়দার যখন শরীরের যন্ত্রণায় ছটফট করছিল। তখন ওকে আমরা মালদা মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে যায়। এক্স-রে ছবি তুলেই যেন সকলের চক্ষুচড়ক গাছ হয়ে যায়। হায়দারের হাতে, পেটে, পিঠে কিলবিল করছে সূঁচ। এই সূঁচগুলো কোথা থেকে এলো আমরা কিছুই বুঝতে পারছি না। গত দুই মাস আগে সামশেরগঞ্জের একটি নার্সিংহোমে অস্ত্রোপ্রচার করে হায়দারের শরীর থেকে দুই দফায় মোট প্রায় ৩০ টি সূঁচ বার করেছিলেন চিকিৎসকেরা। সেই সূঁচ বেশ বড় সাইজের। আবারও নাকি হায়দারের শরীরে অসংখ্য সূঁচ দেখা দিয়েছে"। 

এদিকে হায়দারের শরীরের এই সূঁচ কান্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া-প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনার পিছনে অবশ্যই কিছু অবৈজ্ঞানিক বিষয় জড়িয়ে রয়েছে। তবে এই ঘটনার পিছনে কালাজাদুর কোনও ঘটনা জড়িত নেই বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।