তিন নতুন মেট্রো রুটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দর থেকে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছন প্রধানমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-22 at 17.09.52

File Picture

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মেট্রোর তিনটি নতুন রুটের। যশোর রোড মেট্রো স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রুটগুলির সূচনা করলেন।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রথমে দমদম বিমানবন্দর থেকে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ইয়েলো লাইন (নোয়াপাড়া–বারাসত)–এর নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন আরও দুটি সম্প্রসারিত রুটের—

WhatsApp Image 2025-08-22 at 17.08.55

১ অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া–বিমানবন্দর): হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা স্টেশন।

২ গ্রিন লাইন (সেক্টর ফাইভ–হাওড়া ময়দান): এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ স্টেশন।

এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চেপে জয়হিন্দ বিমানবন্দর স্টেশনে পৌঁছন প্রধানমন্ত্রী এবং ফের মেট্রো করেই যশোর রোডে ফিরে আসেন তিনি।

এই সফরে কেবল মেট্রো উদ্বোধন নয়, আরও একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। যশোর রোড থেকে সড়ক পথে দমদম সেন্ট্রাল জেল মাঠে গিয়ে তিনি সভা করবেন। সেখানেই তিনি ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস করবেন এবং আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।